
আজকের যুব সমাজের কাছে অন্যতম বড় বিষয় হল – কর্মসংস্থান। আর সেই চাকরি যদি হয় – কেন্দ্র সরকারি বা রাজ্য সরকারি? তাহলে তো কথায় নেই। আর তাই এবার থেকে যে কোন সরকারি চাকরির পুঙ্খানুপুঙ্খ বিবরণ উঠে আসবে প্রিয় বন্ধু মিডিয়ার পেজে।
সম্প্রতি, এক বিজ্ঞাপনে কলকাতা পুলিশ জানিয়েছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাসের যোগ্যতা থাকলেই ২০-৬০ বছরের যে কোন যুবক-যুবতীর জন্য খুলে যাচ্ছে চাকরির দরজা। আর এই পোস্টার জন্য ওপেনিং রয়েছে মোট ৬১৩ টি। কলকাতা পুলিশ ৬১৩ টি পোস্টে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করতে চলেছে তাদের বিভিন্ন ডিপার্টমেন্টে।
ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে
এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে
কোন ডিপার্টমেন্টে কত ওপেনিং রয়েছে আর তার জন্য কোথায় কিভাবে যোগাযোগ করবেন? এই লিঙ্কে ক্লিক করলেই তার সব বিবরণ পেয়ে যাবেন। তবে হ্যাঁ, কলকাতা পুলিশের ওই বিজ্ঞাপন থেকে জানা যাচ্ছে আগামী ২০ শে ডিসেম্বর বিকেল ৫ টার মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় গিয়ে নিজে জমা দিতে হবে আবেদনপত্র। অন্য কোনভাবে পাঠালে তা গ্রাহ্য হবে না।
আপনার আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, বয়সের প্রমাণপত্র এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ আবেদন জমা করতে হবে। মনে রাখবেন – অসম্পূর্ন আবেদন পত্র কিন্তু গ্রাহ্য হবে না। আর আবেদন পত্রের ফর্মটি এ-৪ সাইজ কাগজে প্রিন্ট করতে হবে। তাহলে, আর দেরি কিসের? যদি মনে হয় এটিই আপনার জন্য সঠিক চাকরি – তাহলে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। হাতে কিন্তু বেশি সময় নেই!